■ পিরোজপুর সরকারি মহিলা কলেজের ওয়েব সাইটে আপনাদের স্বাগতম।
দক্ষিণ বাংলার নারী শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নের দৃপ্ত প্রত্যয় নিয়ে ১৯৭৯ সালে পিরোজপুরের কয়েকজন বিশিষ্ট বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করেন “পিরোজপুর সরকারি মহিলা কলেজ”। সূচনালগ্ন থেকেই শিক্ষকমন্ডলী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের নিরলস প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানটি নারী শিক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে আসছে। আজ এ কলেজটি দেশের অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষা নিকেতন। সুশৃঙ্খলিত এক মনোরম পরিবেশে চৌকষ শিক্ষকমন্ডলী আধুনিক শিক্ষা উপকরণের সাহয্যে পাঠদান অব্যাহত রেখেছেন। চলমান রয়েছে সার্বিক মান উন্নয়নের জন্য গ্রুপভিত্তিক নিবিড় পর্যবেক্ষণ। সম্মানিত শিক্ষকদের সময়োপযোগী পদক্ষেপ, সঠিক দিক-নির্দেশনা, সম্মানিত এলকাবাসী ও অভিভাবকদের সহযোগিতায় এবং ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি আজ সাফল্যের শীর্ষে অবস্থান করছে। তাইতো ২০০৩ সালে প্রতিষ্ঠানটি দেশের শ্রেষ্ঠ্ কলেজ হিসেবে পুরস্কার প্রাপ্ত হয় এবং এরই ধারাবাহিকতায় (প্রায়) প্রতি বছরই জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে বিবেচিত হয়। আর বরিশাল শিক্ষা বোর্ডের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই এর অবস্থান। সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অন্যান্য সহ-পাঠ্য কার্যক্রমেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয়।
আজ তোমরা এ কলেজে ভর্তি হয়ে এ পবিত্র গৌরবময়, ঐতিহ্যবাহী বিদ্যাপিঠের অংশীদার হয়েছো- তোমাদেরকে অভিনন্দন। তোমাদের মেধা মনণশীলতা, কর্তব্যবোধ, নীতি-নৈতিকতা, শৃংখলাবোধ এ কলেজের ঐতিহ্যকে আরও বেগবান করবে।
আপডেট চলমান…..